ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিলেটে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
সিলেটে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ছবি: প্রতীকী

সিলেট: সিলেট মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে গ্রেফতারের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগরে বুধবার (১৪ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত-শিবির।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে এ হরতাল ঘোষণা করে সংগঠনটি।

এছাড়া একই দাবিতে সিলেট মহানগর এলাকায় হরতাল আহ্বান করেছে ছাত্রশিবির।

এদিন বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর সুবিদবাজার এলাকায় ঝটিকা মিছিল শেষে পথসভায় এ হরতাল ঘোষণা করেন মহানগর ছাত্র শিবিরের সভাপতি আবদুর রাজ্জাক।

বক্তব্যে তিনি জুবায়েরকে মুক্তি না দিলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন।

সিলেট মহানগর শিবিরের প্রচার সম্পাদক সালেহ মুঠোফোনে বাংলানিউজকে তাদের কর্মসূচি ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে সিলেট কোর্ট এলাকা থেকে এহসানুল মাহবুব জুবায়েরকে গ্রেফতার করে কোতয়ালী মডেল থানা পুলিশ। তার বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট ও ভাংচুরের মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘন্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।