ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘খালেদা নিঃশেষ হয়ে যাবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
‘খালেদা নিঃশেষ হয়ে যাবে’ সুরঞ্জিত সেনগুপ্ত

ঢাকা: খালেদা জিয়া আসলে গণতন্ত্র খুঁজছেন না। অবরোধের নামে সন্ত্রাস-জঙ্গিগোষ্ঠীকে উসকে দিতে চাইছেন।

এই অবরোধ সাময়িক জনগণের সমস্যার কারণ হলেও চূড়ান্তভাবে ব্যর্থ হবে। সন্ত্রাস-জঙ্গিবাদ ও সহিংসতার পরাজয় হবে। আর এতে খালেদা জিয়া নিঃশেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। চলমান রাজনীতি বিষয়ে এ আলোচনা সভার আয়োজন করে নৌকা সমর্থক গোষ্ঠী।

এসময় বিএনপি নেত্রীকে সন্ত্রাসের পথ পরিহারের আহ্বান জানিয়ে সুরঞ্জিত বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদের পথ ছেড়ে গণতন্ত্রের পথে আসুন। ক্ষমতার পালাবদল নির্বাচনের মাধ্যমেই হবে। জনগণ ভোট দিলে ক্ষমতায় যাবেন। সন্ত্রাসের বিকল্প পথ নির্বাচন। তিনি (খালেদা) বলতে পারেন নির্বাচন কমিশন শক্তিশালী করে নির্বাচন করা হোক। সে বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই।

‘শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে বাধা নেই, বিএনপির বুদ্ধিজীবী এমাজউদ্দিন সাহেবের এমন কথায় সবই মিটেই গেল। এখন প্রশ্ন শুধু নির্বাচনটি কখন হবে?’ সে বিষয়টি সরকারের ওপর ছেড়ে দেওয়ার পরামর্শ সুরঞ্জিতের।

নৌকা সমর্থকগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া ও সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।