ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

শুক্রবার জুমার পর অবরোধে নিহতদের গায়েবানা জানাযা ও দোয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
শুক্রবার জুমার পর অবরোধে নিহতদের গায়েবানা জানাযা ও দোয়া

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ জোটের অবরোধের মধ্যে নাশকতায় নিহতদের জন্য শুক্রবার (২৯ জানুয়ারি) গায়েবানা জানাযা পড়বে আওয়ামী লীগসহ ১৪ দল। এছাড়া, আহতদের সুস্থতার জন্য দোয়া-মাহফিলও করা হবে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজের পর এই গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মোহাম্মাদপুর সিয়া মসজিদের সামনে বিএনপির অবরোধ-হরতালে মানুষ হত্যার প্রতিবাদে শান্তি সমাবেশ ও শান্তি শোভাযাত্রায় এ ঘোষণা দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, নাশকতাকারী জঙ্গি নেত্রী খালেদা জিয়ার হুকুমে দেশে অসংখ্য সাধারণ মানুষ নিহত হয়েছে। তাদের পেট্রোল বোমা মেরে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে এমন অনেকে রয়েছে যাদের খুঁজে পাওয়া যায়নি। আবার অনেকের জানাযা করাও সম্ভব হয়নি। তাদের জন্য আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলের নেতাকর্মীরা গায়েবানা জানাযা আদায় করবে।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণ-দুর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাম্যবাদী দলের সভাপতি দীলিপ বড়ুয়া, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকসহ অন্য নেতারা।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ