ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদাকে সমবেদনা জানিয়ে গেলেন স্থায়ী কমিটির সদস্যরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
খালেদাকে সমবেদনা জানিয়ে গেলেন স্থায়ী কমিটির সদস্যরা ছবি : কাশেম হারুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে শোকাহত খালেদা জিয়াকে সমবেদনা জানিয়ে গেলেন বিএনপির স্থায়ী কমিটির সাত সদস্য।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার পরে একেএকে গুলশান কার্যালয়ে প্রবেশ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, ব্যরিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, ব্যরিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, ব্যরিস্টার জমির উদ্দিন সরকার ও সারোয়ারী রহমান।



রাত সাড়ে ৮ টায় বেরিয়ে যাওয়ার সময় নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, আমরা আজ এসেছিলাম আমাদের সহকর্মী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সমবেদনা জানানোর জন্য। সম্প্রতি তিনি তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে হারিয়েছেন, তিনি শোকাহত। তাকে সমবেদনা জানাবার ভাষা আমাদের নেই। তারপরও আমরা সহকর্মী হিসেবে তাকে সমবেদনা জানিয়ে গেলাম।

এসএসসি পরীক্ষা উপলক্ষে হরতাল-অবরোধ কর্মসূচি প্রত্যাহার বা সিথিল করা হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ ম্যাডামের সঙ্গে আমাদের রাজনৈতিক কোনো আলোচন‍া হয়নি। তাছাড়া এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে ২০ দলীয় জোটের লিয়াজোঁ কমিটি। চলমান আন্দোলন কর্মসূচি সম্পর্কে যেকোনো ধরনের সিদ্ধান্ত এ কমিটিই নিয়ে থাকে।

খালেদা জিয়াকে সমবেদনা জানাতে আসা বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ব্যরিস্টার মওদুদ আহমদ ও ব্যরিস্টার রফিকুল ইসলাম মিয়‍া তাদের সহধর্মীদের নিয়ে আসেন।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

** গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ