ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

শওকত মাহমুদের মামলা প্রত্যাহার না হলে দ‍ুর্বার আন্দোলন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
শওকত মাহমুদের মামলা প্রত্যাহার না হলে দ‍ুর্বার আন্দোলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদের বিরুদ্ধে দায়ের করা পেট্রোলবোমা হামলার মামলা প্রত্যাহার করা না হলে সারাদেশে দ‍ুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে তারা এ হুঁশিয়ারি জানান।



বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এ কর্মসূচির আয়োজন করে।

সাংবাদিক নেতারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে থেকে পল্টন ও হাইকোর্ট মোড় ঘুরে আবার ক্লাবের সামনে এসে সমাবেশ করেন।

এসময় আমার দেশ, দিগন্ত ও ইসলামিক টিভিসহ বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবি জানান বক্তারা।

সমাবেশ সঞ্চালনা করেন ডিইউজে’র নির্বাহী পরিষদের সদস্য ইরফানুল হক নাহিদ।

বিএফইউজে’র সিনিয়র সহ-সভাপতি এম আবদুল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, বিএফইউজের মহাসচিব এম এ আজিজ, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশের সভাপতি কবি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সহ-সভাপতি সৈয়দ আলী আসফার, সাংগঠনিক সম্পাদক শাহীন হাসনাত, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, যুগ্ম সম্পাদক কাদের গণি চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিন ও সাধারণ সম্পাদক মীর আহমেদ মীরু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ