ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

আমাকে ভারপ্রাপ্ত মহাসচিব বলা বিভ্রান্তিমূলক: রিজভী

পলিটিক্যাল নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
আমাকে ভারপ্রাপ্ত মহাসচিব বলা বিভ্রান্তিমূলক: রিজভী রুহুল কবির রিজভী

ঢাকা: কিছু সংবাদমাধ্যম (বাংলানিউজ ছাড়া) বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দলটির ‘ভারপ্রাপ্ত মহাসচিব’ উল্লেখ করে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে রিজভী নিজেই এ অভিযোগ করেন।



বিবৃতিতে তিনি বলেন, বৃহস্পতিবার কোনো কোনো গণমাধ্যমে আমার একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে আমাকে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিমূলক।

‘আমি আমার প্রেরিত বিবৃতিটিতে কোথাও নিজেকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে উল্লেখ করিনি’--দাবি করেন রিজভী।

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি মিথ্যা মামলায় কারান্তরীণ।

তিনি অভিযোগ করেন, কোনো কোনো মহল আমাকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মর্মে বিভ্রান্তি ছড়াচ্ছে। চলমান গণতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করা এবং আন্দোলনে জনগণের স্বত‍ঃস্ফুর্ত অংশগ্রহণে ভীত হয়ে সরকারের নিয়োজিত সংস্থা এ ধরনের মিথ্যা বানোয়াট ও বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে।

দলের  সকল পর্যায়ের নেতা-কর্মীসহ জনগণকে এ ধরনের অসত্য ও বানোয়াট তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান রিজভী।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ