ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

জাতীয় পার্টিতে যোগ দিলেন শ্যামপুর আ’লীগ নেতা লিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
জাতীয় পার্টিতে যোগ দিলেন শ্যামপুর আ’লীগ নেতা লিপি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দুই শতাধিক নেতাকর্মী নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের হাতে ফুলের তোড়া দিয়ে দলে যোগ দিলেন শ্যামপুর ইউনিয়ন আওযামী লীগের সহ সভানেত্রী ও ৩, ৪, ৫ নাম্বার ওয়ার্ডের নির্বাচিত সদস্য সুলতানা আহমেদ লিপি।

রাজনৈতিক সহিংসতা, জ্বালাও-পোড়াও, দমন-নিপীড়ন বন্ধের দাবিতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রতীকী গণ অনশন চলাকালীন সুলতানা আহমেদ লিপি জাতীয় পার্টিতে যোগ দেন।



বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর কাকরাইল জাতীয় পার্টির কার্যালয়ের সামনে প্রতীকী গণ অনশনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিনের আহবায়ক সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।

প্রতীকী গণঅনশন উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের, সাইফদ্দিন আহমেদ মিলন, এসএম ফয়সল চিস্তী, আবুল কাশেম, এসএম মান্নান, এরশাদে উপদেষ্টা পরিষদের সদস্য শফিক হায়দার, ব্যারিস্টার নবীন পাটোয়ারী, সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক, সালাউদ্দিনসহ জাতীয়পার্টির নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ