ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে সড়কে ইট ফেলে ছাত্রদলের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
বরিশালে সড়কে ইট ফেলে ছাত্রদলের বিক্ষোভ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী চলমান অবরোধের সমর্থনে বরিশাল নগরীতে সড়কে ইট ফেলে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

শুক্রবার সকাল ৮টার দিকে নগরীর বেলতলা মাদানী সড়কে ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন।

পরে তারা সড়কে ইট ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

তবে নগরী ও জেলার বিভিন্ন উপজেলার কোথাও কোনো পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল ও রুপাতলী বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক থাকলেও বন্ধ রয়েছে দুরপাল্লার রুটে বাস চলাচল।

এছাড়া সকাল থেকেই বরিশাল লঞ্চঘাট থেকে অভ্যন্তরীণ বিভিন্ন রুটের লঞ্চ ছেড়ে গেছে।

আওয়ামী লীগ ও বিএনপির কার্যালয়কে কেন্দ্র বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন পয়েন্ট পুলিশের কড়া নজরদারি রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ