ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

রাজধানীর লক্ষ্মীবাজারে শিবিরের ঝটিকা মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
রাজধানীর লক্ষ্মীবাজারে শিবিরের ঝটিকা মিছিল

ঢাকা: অবরোধের সমর্থনে রাজধানীর লক্ষ্মীবাজারে ঝটিকা মিছিল করেছে শিবিরি কর্মীরা।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় মিছিলটি বের করা হয়।



জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার শিবির সেক্রেটারি রাকিবুল হাসানের নেতৃত্বে মিছিলে প্রায় ২৫ জন শিবির কর্মী উপস্থিত ছিলেন। তবে মিছিলকারীরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারেনি।

খবর পেয় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসার আগেই তারা সটকে পড়ে।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্রুত নির্বাচন ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গত ৫ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ