ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘খল নায়িকার ভূমিকায় খালেদা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
‘খল নায়িকার ভূমিকায় খালেদা’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়া বর্তমানে খল নায়িকার ভূমিকায় রয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টায় জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের জাতীয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



হাসানুল হক ইনু বলেন, ১৯৭১ সালে পাকিস্তানিদের সঙ্গে এক হয়ে যারা দেশের মানুষকে মানুষ হত্যা করেছে এবং মা-বোনের ইজ্জত নিয়েছিলো তারা ৭১ সালের খল নায়ক।

তিনি বলেন, ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে ক্ষমতা দখল করায় জিয়াউর রহমান খলনায়ক। আর বর্তমানে দেশের সাধারণ মানুষকে জ্বালিয়ে-পুড়িয়ে হত্যা করার উস্কানি দিয়ে খালেদা জিয়া খল নায়িকার ভূমিকা পালন করছেন।

তথ্যমন্ত্রী বলেন, ১৯৭১ সালের পর কখনও এভাবে বাংলাদেশের সাধারণ মানুষকে পুড়িয়ে মারা হয়নি। চলন্ত গাড়িতে আগুন দিয়ে যাত্রীদের হত্যা করা হয়নি। খালেদা জিয়ার উস্কানিতে ৫ জানুয়ারি নির্বাচনের আগে এবং পরে দেশের সাধারণ মানুষের পুড়িয়ে হত্যা করা হচ্ছে।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে ইনু বলেন, আপনার এ ধরনের কার্যক্রমের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিহার করতে হবে। সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়লে তারপর একটা আলোচনার পরিবেশ হতে পারে।  

জাতির কাছে আত্মসমর্পন না করে হরতাল-অবরোধ দিয়ে সাধারণ মানুষের জ্বালিয়ে-পুড়িয়ে হত্যা করলে সেই রকম খল নায়িকার সঙ্গে কখনো সংলাপ আলোচনা হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ