কুষ্টিয়া: নাশকতায় ঘটনায় জড়িত অভিযোগে কুষ্টিয়া জেলা বিএনপির সহসভাপতি শহিদুল হকসহ (৫০) বিএনপি-জামায়াতের চার নেতাকর্মীকে আটক করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলা বিএনপির সহসভাপতি শহিদুল হককে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এরা হলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পাটিকাবাড়ি ইউনিয়নের সাবেক ইউপি চেয়াররম্যান ও জামায়াতের আমির আব্দুর রশিদ (৫২), হরিনারায়ণপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিলন (৪০)ও বিএনপি কর্মী জাহাঙ্গীর (৩৫)।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করে জানান, আটকরা কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ও বিভিন্ন সময়ে সংঘটিত নাশকতার সঙ্গে জড়িত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫