ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি নিশীতা ইকবাল নদীর বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগ তুললেন একই সংগঠনের আরেক নেত্রী।
একই সঙ্গে তার বিরুদ্ধে অনৈতিক কাজের প্রস্তাব দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগও আনা হয়।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শারীরিক নির্যাতন ও হল থেকে বের কের দেওয়ার প্রতিকার চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন নির্যাতনের শিকার ওই নেত্রী।
বাংলানিউজকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ।
এর আগে শামসুন্নাহার হলে কর্তব্যরত এক নারী চিকিৎসকে নির্যাতন করে হল থেকে বের করে দেওয়ার অভিযোগও রয়েছে নদীর বিরুদ্ধে।
চারুকলা অনুষদের দ্বিতীয়বর্ষে অধ্যয়নরত অভিযোগকারী নেত্রী নদীর বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগ এনে বলেন, দীর্ঘদিন থেকেই নদী ইয়াবা ব্যবসা করছে। এই কাজে আমাকেও যুক্ত হওয়ার জন্য চাপ ও হুমকি দিচ্ছিলেন। কিন্তু আমি সাড়া না দেওয়ায় তিনি আমাকে নির্যাতন করছেন।
অভিযোগকারী বলেন, কিছুদিন থেকে নিশীতা ইকবাল নদী আমাকে দিয়ে অনৈতিক কর্মকাণ্ড করাতে বাধ্য করতে চেয়েছিলেন। কিন্তু আমি রাজি হইনি। এর জের ধরে সরস্বতী পূজার দিন রাতে কোনো কারণ ছাড়াই নদী আমাকে বেধড়ক মারধর করে এবং হল থেকে চলে যাওয়ার কথা বলে। বিষয়টি হল প্রাধক্ষ্যকে জানালে তিনিও কোনো ব্যবস্থা নেননি।
পরদিন রাতে আবার শারিরীক নির্যাতন করে জোরপূর্বক হল থেকে বের করে দেন নদী।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, প্রাধ্যক্ষ এমনকি প্রধানমন্ত্রী বললেও হলে ওঠতে দেবেন না বলেও হুঁশিয়ারি দেওয়া হয় আমাকে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী বাংলানিউজকে বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই হলের প্রাধ্যক্ষকে একটি তদন্ত কমিটি করতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরেই এর সত্যতা যাচাই হবে।
তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে নদী বলেন, এসব মিথ্যা কথা।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫