ঝিনাইদহ: ঝিনাইদহে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের নয় নেতাকর্মীকে আটক করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, অভিযানকালে পুলিশ শৈলকুপা পৌরসভা জামায়াতের সেক্রেটারি আব্দুর রাজ্জাক ও ইউনিয়ন জামায়াতের সভাপতি বদর উদ্দিনসহ পাঁচ জন এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আননসহ বিএনপির চার জনকে আটক করে।
তিনি আরো জানান, আটকদের নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫