ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মী আটক

ঝিনাইদহ: ঝিনাইদহে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের নয় নেতাকর্মীকে আটক করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এদের মধ্যে জামায়াতের পাঁচ জন ও বিএনপির চার নেতাকর্মী রয়েছেন।
 
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, অভিযানকালে পুলিশ শৈলকুপা পৌরসভা জামায়াতের সেক্রেটারি আব্দুর রাজ্জাক ও ইউনিয়ন জামায়াতের সভাপতি বদর উদ্দিনসহ পাঁচ জন এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আননসহ বিএনপির চার জনকে আটক করে।

তিনি আরো জানান, আটকদের নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ