ঢাকা: বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ কর্মসূচিতে সহিংসতায় নিহতদের স্মরণে ১৪ দলের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু, মহানগর ১৪ দলের সমন্বয়ক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, ১৪ দল নেতা মইনউদ্দিন খান বাদল, আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর কবীর নানকসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ জানাজায় অংশ নেন।
জানাজা শেষে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, বিএনপি-জামায়াতের প্রতি ঘৃণা জানাতে এবং সহিংসতায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় প্রতিবাদী জনতা জানাজায় নিয়েছেন। হরতাল-অবরোধের বিরুদ্ধে সারাদেশে প্রতিবাদ শুরু হয়েছে।
আগামী ২ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার সময় হরতাল-অবরোধ অব্যাহত থাকলে ১৪ দলের নেতাকর্মীরা কেন্দ্র পাহারা দিয়ে সন্ত্রাসীদের ঠেকাবে বলেও উল্লেখ করেন তিনি।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, খালেদা জিয়ার অমানবিক ও নিষ্ঠুর আচরণে সাধারণ মানুষ পুড়ে মরছে। আগুনে ঝলসে যাওয়া আহত মানুষের আর্তনাদ ওনার (খালেদা জিয়া) কানে পৌঁছায় না। অবিলম্বে হরতাল-অবরোধ বন্ধ না হলে জনগণ অরাজনৈতিক আচরণ প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তোফায়েল।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫/আপডেট: ১৬০৪