জয়পুরহাট: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা লাগাতার হরতাল-অবরোধের বিরুদ্ধে লাঠি মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জয়পুরহাট জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশন।
শুক্রবার সকাল ১১টার দিকে জয়পুরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিভিন্ন সংগঠনের শ্রমিকরা লাঠি হাতে অবরোধ বিরোধী স্লোগান দিয়ে শহরের জিরো পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
‘ভাত দে কাপড় দে-নইলে অবরোধ তুলে নে, পেট্রোল দিয়ে হত্যা বন্ধ কর-করতে হবে’ এমন স্লোগানে শ্রমিকরা প্রায় ঘণ্টাব্যাপী মিছিল-সমাবেশ করে।
পরে ট্রাফিক পয়েন্টে এক সমাবেশে বক্তব্য রাখেন- জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সভাপতি ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সর্দার মো. হাফিজ, সহ-সভাপতি ওয়াদুদ মোল্লা, জেলা হোটেল-রেস্তোঁরা শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল দেওয়ান, ভ্যান-রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কবিরাজ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আপনারা ক্ষমতায় যাওয়ার চিন্তায় সারাদেশে হরতাল-অবরোধের নামে পেট্রোল বোমা ছুঁড়ে শ্রমিকসহ সাধারণ মানুষ পুড়িয়ে মারছেন।
তারা ২০ দলীয় জোটের সেতাদের উদ্দেশে বলেন, শ্রমজীবী মানুষ যদি একবার মাঠে নামেন তাহলে আপনারা পালাবার পথ খুঁজে পাবেন না।
শিগগিরই হরতাল-অবরোধ তুলে নিয়ে শ্রমজীবীদের দু’মুঠো অন্ন জোগাড়ের পথ সুগম করার জন্য বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের নেতাদের প্রতি উদাত্ত আহ্বান জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫