ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সংকট উত্তরণের ক্ষমতা হারিয়েছে উভয় দলই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
সংকট উত্তরণের ক্ষমতা হারিয়েছে উভয় দলই ছবি: রাশেদ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলমান রাজনৈতিক সংকট উত্তরণের ক্ষমতা আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই হারিয়েছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক আলোচনা ও মত বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।



‘বিদ্যমান সংকট উত্তরণে গণতান্ত্রিক সংবিধানের প্রয়োজনীয়তা’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে বামমোর্চাসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠনের সমন্বয়ে গঠিত ‘গণতান্ত্রিক সংবিধান সংগ্রাম কমিটি’।

জোনায়েদ সাকি বলেন, দুই দলেরই মুল টার্গেট ক্ষমতা। তাই একদল ক্ষমতাকে কুক্ষিগত করতে চালাচ্ছে দমন-পীড়ন ও অন্যদল পেট্রোল বোমা মেরে ক্ষমতায় যেতে চাইছে। সংকট সমাধানের চেষ্টা করছে না কেউই। আসলে তারা মীমাংসার ক্ষমতাই হারিয়েছে।

তিনি বলেন, আমাদের খুঁজতে হবে এ সমস্যার মূলে আসলে কি রয়েছে। তা চিহ্নিত করে উদ্ভাবন করতে হবে নতুন রাজনীতির। জনগনের সামনে আনতে হবে নতুন রাজনৈতিক দিশা।

সভাপতির বক্তব্যে আহমেদ কামাল বলেন, আমাদের রাষ্ট্রের গোড়াতেই আসলে সমস্যা রয়েছে। যে সংবিধান দিয়ে রাষ্ট্র চলছে তা কোনভাবেই যুগোপযোগী নয়।
সংবিধানে ক্ষমতাকে এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করে রাখা হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে প্রয়োজন যুগোপযোগী সংবিধান প্রণয়ন।

তিনি বলেন, বুর্জোয়া দলগুলো জনগণের ভোটের অধিকার নিশ্চিত না করে নিজেরা ভোট পাওয়ার অধিকার নিশ্চিত করেছে।

মত বিনিময় সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কবি ও লেখক শহীদুল্লাহ ফরায়েজী, অরূপ রাহী, আবুল কাশেম ফজলুল হক, অ্যাডভোকেট আবদুস সালাম, সাইফুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ