ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সাভারে নাশকতায় নিহতদের গায়েবানা জানাযা

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
সাভারে নাশকতায় নিহতদের গায়েবানা জানাযা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার: সারাদেশের ধারাবাহিকতায় সাভারে ২০ দলীয় জোটের অবরোধ-হরতাল চলাকালে বিভিন্ন নাশকতায় নিহতদের গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) জুম‍ার নামাজ শেষে সাভার বাজার বাসস্ট্যান্ডে রাজ্জাক প্লাজার সামনে সাভার থানা ও পৌর হকার্স লীগের উদ্যোগে এ গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।



জানাযায় অংশ নেন সাভার থানা হকার্স লীগ ও পৌর হকার্স লীগের বিভিন্ন নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ।

জানাযা শেষে নিহতদের আত্মার মাগফিরাতে দোয়া কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশবাসীর উপর শান্তিকামনা করে দোয়া করেন মুসল্লিরা।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ