রাজশাহী: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ ও হরতালে পেট্রোল বোমায় দগ্ধ ৮ জনকে অর্থ সহায়তা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আওয়ামী কর্মকর্তা পরিষদ। এ সময় দগ্ধ প্রত্যেকের হাতে নগদ সাড়ে ৪ হাজার টাকা ও একটি করে ফলের প্যাকেট তুলে দেওয়া হয়।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ওই ৮ জনের হাতে চেক ও ফলের প্যাকেট তুলে দেন রাবি উপাচার্য ড. মুহাম্মদ মিজানউদ্দিন।
এ সময় উপাচার্যের সঙ্গে ছিলেন রাবি’র প্রক্টর ড. তারিকুল হাসান, ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. ছাদেকুল আরেফিন মতিন, আওয়ামী কর্মকর্তা পরিষদের সভাপতি ড. গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক কামরুজ্জামান।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন রামেক অধ্যক্ষ খন্দকার আবু রায়হান, হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন, বার্ন ইউনিটের প্রধান অধ্যাপক আফরোজা নাজনীন প্রমুখ।
এর আগে ২৮ জানুয়ারি রাজশাহীতে দগ্ধদের সহায়তায় সর্বপ্রথম এগিয়ে আসে ‘বসুন্ধরা গ্রুপ’। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন নয়জন রোগীর প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫