সিরাজগঞ্জ: অবরোধে সিরাজগঞ্জে ২টি অটোরিকশা ভাঙচুর ও ৬ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের হাজীবাড়ি ব্রিজ এলাকায় ২টি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করে অবরোধকারীরা।
একই সময় নাশকতার অভিযোগে পুলিশ শহরের বিভিন্নস্থান থেকে বিএনপি-জামায়াতের ৬ কর্মীকে আটক করেছে।
সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার সদরুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জ থেকে দূরপাল্লা রুটে সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরের আশপাশে কিছু সংখ্যক সিএনজি অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।
এদিকে, অবরোধের কারণে সরকারি নির্দেশে খোলা বাজারে পেট্রোল বিক্রি বন্ধ দিয়েছে ফিলিং স্টেশন মালিকরা।
শহরের কোথাও খোলা বাজারে পেট্রোল বিক্রি হচ্ছে না। মোটরসাইকেলে পেট্রোল সরবরাহ করা হলেও সরকারি নির্দেশ অনুযায়ী পেট্রোল ক্রয় করতে নাম, ঠিকানা, বয়স, ক্রয়ের উদ্দেশ্য এবং মোবাইল নম্বর লিখে নির্দিষ্ট ফরমে স্বাক্ষর করতে হচ্ছে।
সিরাজগঞ্জ মিরপুর ফিলিং স্টেশনের ম্যানেজার গোলবার হোসেন বাংলানিউজকে জানান, অবরোধের কারণে সরকারিভাবে খোলা বাজারে পেট্রোল সরবরাহ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে কেউ নাশকতা করতে না পারে। সে মোতাবেক আমরা বন্ধ রেখেছি।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫