সিলেট: সিলেট জেলা ও মহানগর এলাকায় ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে স্বেচ্ছাসেবকদল। রোববার (১ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হরতালের ডাক দেওয়া হয়েছে।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক রায়হান আহমদ শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের, সিলেটে নেতাকর্মীদের গ্রেফতার ও বাসা-বাড়িতে তল্লাশির প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়েছে।
এরআগে, বৃহস্পতিবার একই ইস্যুতে সিলেট ছাত্রদল জেলা ও মহানগর এলাকায় রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।
বাংলাদেশ সময়: ১৬৫০ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫