খুলনা: খুলনা বিভাগের ১০ জেলায় রোববার (১ ফেব্রুয়ারি) থেকে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।
বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক, খুলনা মহানগর বিএনপির সভাপতি ও ২০ দলীয় জোট সমন্বয়ক নজরুল ইসলাম মঞ্জু শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মিথ্যা মামলা করা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের বাসভবন-ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণ, নেতাকর্মীদের নামে একের পর এক মিথ্যা মামলা দায়ের, আসামি গ্রেফতারের নামে নেতাকর্মীদের বাড়িতে গিয়ে পুলিশি হামলার প্রতিবাদে কেন্দ্রের ঘোষণা অনুযায়ী এ হরতালের ডাক দেওয়া হয়েছে।
রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে এ হরতাল পালনের জন্য খুলনাবাসীকে আহ্বানও জানান তিনি।
** সিলেটে রোববার থেকে ৩৬ ঘণ্টার হরতাল
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫