ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

হরতাল বন্ধে আইন করার পক্ষে অর্থমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
হরতাল বন্ধে আইন করার পক্ষে অর্থমন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: হরতাল-অবরোধ বন্ধে আইন করার পক্ষে মত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে সিলেট নগরীর মদন মোহন কলেজের ৭৫তম সুবর্ণজয়ন্তী উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নোত্তরে চলমান পরিস্থিতি নিয়ে তিনি এ মতের কথা জানান।



মন্ত্রী বলেন, দেশের উন্নয়নের কথা চিন্তা করে একমাত্র খালেদা জিয়াই পারেন সহিংসতা থেকে বের হয়ে এসে পরিস্থিতির উন্নয়ন ঘটাতে। কিন্তু তিনি তা করবেন না, এটা সকলেরই জানা।  

খালেদা জিয়া অপচেষ্টায় লিপ্ত রয়েছেন উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, হরতাল-অবরোধের কারণে চলতি অর্থবছরে কাঙ্ক্ষিত সাত শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এজন্য বিএনপি চেয়ারপারসন দায়ী।
এর আগে, মন্ত্রী বেলুন উড়িয়ে মদন মোহন কলেজের গৌরবের ৭৫ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী ও ফিতা কেটে ছাত্রী মিলনায়তনের উদ্বোধন করেন। এসময় তার সঙ্গে ছিলেন মদন মোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ।

এদিন সকালে নগরীর হাফিজ কমপ্লেক্সে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে সিলেট চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা সাক্ষাৎ করেন। এসময় তারা অর্থমন্ত্রীর সঙ্গে চেম্বারের প্রাক বাজেট নিয়ে আলোচনা করেন।

চেম্বারের সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ জানান, আমরা সকালে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাই। তখন তিনি আমাদের নবগঠিত বোর্ডকে অভিনন্দন জানান ও সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে প্রাক-বাজেট আলোচনার পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মো. মামুন কিবরিয়া সুমন, সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক মো. হিজকিল গুলজার, খন্দকার সিপার আহমদ, মো. সহিদুর রহমান, মো. লায়েছ উদ্দিন, এজাজ আহমদ চৌধুরী, আবু তাহের মো. শোয়েব, এনামুল কুদ্দুছ চৌধুরী, নুরুল ইসলাম, মো. এমদাদ হোসেন, আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, আব্দুর রহমান ও বশিরুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।