বরিশাল: জেলা পশ্চিম জামায়াতের আমির হাবিবুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে বরিশাল জেলায় রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামায়াত।
শুক্রবার (৩০ জানুয়ারি) বরিশাল মহানগর জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা গেছে।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল জেলা পশ্চিম জামায়াতের আমির হাবিবুর রহমানকে ২৯ জানুয়ারি গ্রেফতার করে পুলিশ।
এর প্রতিবাদ এবং অবিলম্বে তার মুক্তি দাবিতে রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বরিশাল জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে দলটি।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫