দিনাজপুর: নাশকতায় জড়িত থাকার অভিযোগে দিনাজপুরে বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাজাহান আলী বাংলানিউজকে জানান, সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
এদের মধ্যে আট জন বিএনপির ও পাঁচ জন জামায়াতের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে নাশকাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে।
দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) রুহুল আমিন জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে অভিযান চলমান থাকবে।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫