ঢাকা: রাজধানীর পলাশী বাজারে পরপর ২টি ককটেল বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার কিছু পর এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন, আবুল বাশার (৪৫)। তিনি বুয়েটের কর্মকর্তা। তার মাথায় ও কানে আঘাত লেগেছে। আরেকজন হলেন- পথচারী চাকরিজীবী তপন রায় (২২)। তার গলায় ও হাতে আঘাত লেগেছে।
আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মেডিকেল ক্যাম্প পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫