সাভার (ঢাকা): সাভার থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করেছে রাজধানীর দারুস সালাম থানা পুলিশ।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুর বড় বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
সূত্র জানায়, কাউন্দিয়া এলাকায় তার বাড়ি থেকে রাজধানীর মিরপুর বড় বাজার গেলে পুলিশ তাকে আটক করে। পরে বাস পোড়ানোর একটি অমীমাংসিত মামলা ও অন্য আরেকটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হয়। আদালত তার রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫