ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

হরতালের নিন্দায় রওশন এরশাদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
হরতালের নিন্দায় রওশন এরশাদ রওশন এরশাদ

ঢাকা: এসএসসি পরীক্ষার সময় হরতাল দেওয়ায় তীব্র নিন্দা জানিয়ে হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
 
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।


 
শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে অনিশ্চয়তায় মুখে ঠেলে না দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে রওশন এরশাদ বলেন, রাজনীতি জনগণের স্বার্থে হওয়া উচিত। এমন কোনো কর্মসূচি দেওয়া উচিত নয় যাতে জনগণ দুর্ভোগে পড়ে। পরীক্ষার সময় হরতাল কারও জন্যই কাম্য হতে পারে না।
 
কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বিএনপি-জামায়াত জোট হরতাল প্রত্যাহার করবে বলেও বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করেন রওশন এরশাদ।
 
আগামী রোববার (২ ফেব্রুয়ারি) এসএসসি পরীক্ষা শুরু হবে। আর রোববার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী টানা ৭২ ঘণ্টা হরতাল ঘোষণা করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
 
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হরতাল ঘোষণা করা হয়।

বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ নেতাদের তরফে বিএনপি চেয়ারপার্সন ও ২০ দলীয় জোট নেতা খালেদা জিয়ার গুলশানস্থ কার্যালয় উড়িয়ে দেওয়া ও বিএনপি চেয়ারপার্সনকে গ্রেফতারের হুমকির প্রতিবাদে এ হরতাল ঘোষণা করা হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।