ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

নিরীহ মানুষ হত্যার দায়ে খালেদার বিচার করা হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
নিরীহ মানুষ হত্যার দায়ে খালেদার বিচার করা হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: নিরীহ মানুষ হত্যার দায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার করা হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে সিলেট মহানগরীর টিলাগড়ে ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



মন্ত্রী বলেন, নতুন বছরের শুরু থেকেই জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে দেশের অর্থনীতির পাশাপাশি খালেদা জিয়ার হুকুমে নিরীহ মানুষ আগুনে পুড়িয়ে মারা হচ্ছে। তিনি দেশের শত্রু, মানুষের শত্রু, তাই তার বিচার করতে হবে।

যুবলীগের নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ২০১৪ সাল দেশের জনগণের জন্য ভালো একটি বছর ছিলো, উন্নয়নের বছর ছিলো ও অর্থনীতিতে রেকর্ডের বছর ছিলো। কিন্তু আওয়ামী লীগের উন্নয়নে প্রতিহিংসাপরায়ন হয়ে বিএনপি এসব কর্মকাণ্ড করছে।

সভায় বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল কবীর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি।

সম্মেলনে সভাপতিত্ব করেন ২০ ওয়ার্ড যুবলীগের সভাপতি সাহেল আহমদ। পরিচালনা করেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার ও সেলিম আহমদ সেলিম।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আছাদুজ্জামান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফখরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সানোয়ার আহমদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।