ঢাকা: রাজধানীর গোপীবাগ এলাকা থেকে সাবেক ওয়ার্ড কমিশনার ও বিএনপি নেতা মাজহারুল হোসেন মুক্তাকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে গ্রেফতার করা হয়।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মাজহারুলের বিরুদ্ধে ওয়ারী থানায় গাড়ি পোড়ানোর একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫