ঢাকা: রাজধানীর ওয়ারীতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হামিদুর রহমান হামিদের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ওয়ারীর বিসিসি রোডের বাসায় এ অভিযান চালানো হয়।
কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন মামুন দাবি করেন, অভিযানের হামিদের ঘরের আসবাবপত্র তছনছ করে যৌথবাহিনী।
অভিযানের সত্যতা নিশ্চিত করলেও ঘরের জিনিস তছনছের বিষয়টি ‘অসত্য’ বলে দাবি করেন ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা।
তিনি বাংলানিউজকে বলেন, যৌথবাহিনী নয়, পুলিশই এ অভিযান পরিচালনা করেছে। হামিদ ৮টি মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে আত্মগোপনে থেকেও নাশকতার চালানোর অভিযোগ রয়েছে। প্রায়ই তাকে গ্রেফতার করতে তার বাড়িতে অভিযান চালানো হয়। তবে ঘরের আসবাবপত্র তছনছের বিষয়টি সত্য নয়।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫