ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বাজিতপুরে পেট্রোল-পাথরসহ যুবদলের ২ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
বাজিতপুরে পেট্রোল-পাথরসহ যুবদলের ২ কর্মী আটক ছবি: প্রতীকী

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুরে পেট্রোল ও পাথরসহ যুবদলের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
 
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে বাজিতপুর উপজেলার গজারিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।


 
আটক কর্মীরা হচ্ছেন- উপজেলা যুবদল কর্মী মনির ও জসিম। তাদের বাড়ি উপজেলার দিলালপুর এলাকায় বলে জানা গেছে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা বাংলানিউজকে জানান, নাশকতায় ব্যবহারের জন্য সেভেন আপের বোতলে করে পেট্রোল ও একটি ব্যাগে করে পাথর নিয়ে মোটরসাইকেলে করে তারা দু’জন বাজিতপুরের দিকে যাচ্ছিল।

তারা গজারিয়া এলাকায় যাওয়ার পর সন্দেহ হলে পুলিশ মোটরসাইকেলটি থামিয়ে তল্লাশি করে। এসময় তাদের কাছ থেকে পেট্রোল ও পাথর উদ্ধার করা হয়। পরে মনির ও জসিমকে আটক ও তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।