ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ

ঢাকা: ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।

এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।



বিবৃতিতে নেতারা বলেন, আমরা আন্দোলন শুরুর পর থেকেই বলে আসছি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামে নাশকতা সৃষ্টির পুরোভাগে রয়েছে ছাত্রলীগ। তারা জনমনে ভীতি সৃষ্টির জন্য এবং চলমান আন্দোলন সংগ্রামকে বানচাল করার জন্য একের পর এক পেট্রোল বোমা আর ককটেল হমালা চালাচ্ছে। আমাদের এই আশঙ্কা যে পুরোপুরি সত্য তা ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের বক্তব্যের মধ্য দিয়ে দিবালোকের মত স্পষ্ট হয়ে গেল।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে আগুন দেওয়ার মতো উস্কানিমূলক বক্তব্যের মধ্য দিয়ে এটাও প্রমাণ হল ছাত্রলীগ আসলে একটি সন্ত্রাসী সংগঠন।

তারা বলেন, আমরা ছাত্রলীগকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই তারা বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আগুন তো দূরের কথা এমন কিছু যদি কল্পনাও করে তাহলে ছাত্রদল হাত গুটিয়ে বসে থাকবে না।  

ছাত্রদল দেশবাসীকে সঙ্গে নিয়ে সেই সব দুস্কৃতিকারী তথা ছাত্রলীগকে প্রতিহত করবে। তারা আরো বলেন, ছাত্রলীগ যদি এমন উস্কানিমূলক বক্তব্য আর কর্মকাণ্ড অব্যাহত রেখে দেশবাসীর ধৈর্য্য ও সহ্যের পরীক্ষা নেওয়ার চেষ্টা করে তাহলে সেটি এদেশে তাদের রাজনৈতিক কবর রচিত করবে।

এদিকে, দেশব্যাপী অবরোধের সমর্থনে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

বাংলাদেশ সময়: ০৩৫১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।