ঢাকা: বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেফতার করেছে র্যাব।
সূত্র জানিয়েছে, শু্ক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রোববার থেকে দেশব্যাপী টানা ৭২ ঘন্টার যে হরতাল ঘোষণা হয়েছে, ২০-দলীয় জোটের হয়ে সে ঘোষণা দেন এই রুহুল কবীর রিজভী।
অজ্ঞাত অবস্থানে থেকে দলীয় কর্মসূচি ঘোষণা ও ২০ দলের পক্ষে বিবৃতি দিয়ে যাচ্ছিলেন তিনি।
বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদারও রিজভীর গ্রেফতার হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
তবে তাকে গ্রেফতার করে কোথায় নেওয়া হয়েছে তা শেষ খবর পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ০৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫