নড়াইল: নাশকতার আশঙ্কায় নড়াইল পৌর কৃষক দল সভাপতি কামাল খান ও বিএনপির দুই কর্মীসহ ২১ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নড়াইল পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, নড়াইল সদর থানায় সাতজন, লোহাগড়ায় ছয়জন, কালিয়ায় পাঁচজন ও নড়াগাতি থানায় তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫