লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন-পোদ্দার বাজার সড়কে সিমেন্ট বোঝাই ট্রাকসহ ছয়টি যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে অবরোধকারীরা।
শনিবার (৩১ জানুয়ারি) ভোর থেকে সকাল ৮টার মধ্যে এসব ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ভোরে জকসিন-পোদ্দার বাজার সড়কে একটি ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায় অবরোধকারীরা। একই সড়কে পৃথকভাবে সিএনজি ও ব্যাটারি চালিত আরও পাঁচটি অটোরিকশা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫