ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

রূপগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
রূপগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন ফাইল ফটো

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা।   শনিবার (৩১ জানুয়ারি) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ৬টার দিকে ভুলতা এলাকায় গ্লোরি নামে একটি বাস দাঁড়িয়ে ছিল। এসময় কয়েকজন দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় লোকজন ও পরিবহন শ্রমিকরা প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে বাসের পেছনের অন্তত আটটি সিট পুড়ে যায়। এদিকে, আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে বাসের যাত্রী ও চালক-হেলপার নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার সত্যতা শিকার করে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।