ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ সমর্থনে রাজধানীর মৌচাকে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। এ সময় জামায়াত কর্মীরা সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইউসুফ আলী, আতাউর রহমান সরকার, জামায়াত নেতা আকতার হোসাইন, মাহবুবুর রহমান, থানা শিবির সভাপতি মোস্তাফিজুর রহমান, কলেজ সভাপতি মুরাদ হোসেন ও ছাত্রনেতা আকরাম হোসেন প্রমুখ।
এছাড়াও রাজধানীর মগবাজার, ওয়্যারলেস, নয়াটোলা, মধুবাগসহ বেশ কয়েকটি স্থানে জামায়াত কর্মীরা পিকেটিং করেছে বলে দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫