ঢাকা: আওয়ামীলীগের সাবেক কোষাধ্যক্ষ ও সংসদ সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মরহুম হামিদুর রহমানের সহধর্মিনী হাসনা হামিদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হাসনা হামিদ বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মা।
হাসনা হামিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক শোকবাণীতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধিকার আন্দোলনে যে কয়েকজন নারী নেপথ্যে থেকে কাজ করেছিলেন হাসনা হামিদ তাদের অন্যতম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুম হাসনা হামিদের সঙ্গে তাঁদের দীর্ঘদিনের পারিবারিক সম্পর্কের কথা স্মরণ করেন।
প্রধানমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
রোববার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে হাসনা হামিদের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় নামাজে জানাযা বিকেল সাড়ে তিনটায় কেরানীগঞ্জ দোলেশ্বর মাঠে এবং বাদ আসর নারায়ণগঞ্জের ফতুল্লার নিজ বাসভবনে তৃতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এর আগে শনিবার সন্ধ্যায় মরদেহ ঢাকায় পৌঁছালে তা নসরুল হামিদ বিপুর বারিধারার বাসভবনে রাখা হবে।
বাংলাদেশ সময় ১০১৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫