সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ চলছে। নাশকতার অভিযোগে পুলিশ শুক্রবার (৩০ জানুয়ারি) রাত থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত পাঁচজনকে আটক করেছে পুলিশ।
অবরোধের সমর্থনে রাতে জেলা বিএনপি কার্যালয়ের সামনের সড়কে মিছিল করে ২০ দলীয় জোট নেতাকর্মীরা।
এদিকে, সিরাজগঞ্জ পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা আসাদ আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
অবরোধে সিরাজগঞ্জ পৌর বাস টার্মিনাল থেকে আঞ্চলিক বা দূরপাল্লার সড়কে বাস চলাচল করছেনা। ফলে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
তবে বাস চলাচল না করায় অ্যাম্বুলেন্সগুলোর কদর বেড়েছে। অ্যাম্বুলেন্সে রোগীর চেয়ে সাধারণ যাত্রীদের যাতায়াত বেড়েছে। এই সুযোগে ইচ্ছে মতো ভাড়া নিচ্ছেন অ্যাম্বুলেন্স মালিকরা।
অ্যাম্বুলেন্স মালিক আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, ভাড়া বেশি না নিয়ে উপায় নেই। কারণ আগে অ্যাম্বুলেন্সে হামলা হতো না। কিন্তু এখন তা হচ্ছে। নাশকতার আশঙ্কায় ঝুঁকি নিয়ে যাত্রীদের নিয়ে যেতে হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫