ঢাকা: আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার মধ্যেও অবরোধ ও হরতাল কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করেছে পরীক্ষার্থীরা।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কয়েকশত শিক্ষার্থী গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে ৮৬ নম্বর রাস্তায় অবস্থায় নেন।
এমন পরিস্থিতিতে খালেদার কার্যালয় এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।
গুলশান জোনের পেট্রোল ইনসপেক্টর আমজাদ হোসেন বাংলানিউজকে বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি।
বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫