সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ আবাসিক নির্বাহী প্রকৌশলীর (বিদ্যুৎ) কার্যালয় চত্বরে ককটেল হামলা করেছে অবরোধকারীরা। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় সিরাজগঞ্জ পৌর এলাকার বাহিরগোলা এলাকায় নির্বাহী প্রকৌশলীর কার্যালয় চত্বরে এ ঘটনা ঘটে।
ঠিকাদার ফুলাদ হায়দার খান বাংলানিউজকে জানান, দুর্বৃত্তরা আড়ালে থেকে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েই পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, আতঙ্ক সৃষ্টি করার জন্য এ হামলা করা হয়েছে।
সিরাজগঞ্জ আবাসিক নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) আবু হেনা মোস্তফা কামাল বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫