ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বিদ্যুতের পর বিচ্ছিন্ন কেবল টিভি ও ইন্টারনেট সংযোগ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
বিদ্যুতের পর বিচ্ছিন্ন কেবল টিভি ও ইন্টারনেট সংযোগ ছবি: রাজীব/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পর এবার বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের কেবল টেলিভিশন ও ইন্টারনেট সংযোগ।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে কেবল টিভি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

এর কিছুক্ষণ পরে বিচ্ছিন্ন করে দেওয়া হয় ইন্টারনেট সংযোগ।

বিএনপি চেযারপারসনের মিডিয়া ‌উইং সূত্র বাংলানিউজকে এ খবর নিশ্চিত করে।

এর আগে শুক্রবার দিবাগত রাত ২টা ৪২ মিনিটে খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

তবে তারপরও জেনারেটরে বিদ্যুৎ সরবরাহ চালু রেখে কেবল টেলিভিশন চলছিলো। চাল‍ু ছিলো  ইন্টারনেট সংযোগ। কিন্তু সংযোগ বিচ্ছিন্নের পর সেসবও বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

** বিদ্যুতের পর বিচ্ছিন্ন কেবল টিভি সংযোগ
** খালেদার কার্যালয়ের বিদ্যুৎ বিচ্ছিন্ন (আপডেটেড)
** জেনারেটরে চলছে খালেদার কার্যালয়
 ** খালেদার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।