ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

হরতাল প্রত্যাহারের আহ্বান শিক্ষামন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
হরতাল প্রত্যাহারের আহ্বান শিক্ষামন্ত্রীর ফাইল ফটো

সিলেট: এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে হরতাল প্রত্যাহারের জন্য বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।  

শনিবার (৩১ জানুয়ারি) সকালে সিলেটের বেসরকারি মেট্রোপলিটন ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।



বিএনপির প্রতি উদ্দেশ্য করে শিক্ষামন্ত্রী বলেন, ২ ফেব্রুয়ারি থেকে প্রায় ১৫ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। কিন্তু পরীক্ষার আগের দিন থেকে টানা হরতাল তাদের চরম আতঙ্কে ফেলে দিয়েছে। শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনা করে হরতাল প্রত্যাহার করুন।

এর আগে নগরের মেহেন্দীবাগ ক্রীড়া কমপ্লেক্স মাঠে মেট্রোপলিটন ইউনিভার্সিটির সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির প্রতিনিধি হিসাবে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এসময় বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৩৮২ শিক্ষার্থীকে স্নাতকের সনদপত্র  প্রদান করেন শিক্ষামন্ত্রী।

সনদ অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, অর্জিত শিক্ষা ও  জ্ঞান বাস্তবে কর্মজীবনে কাজে লাগিয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রফেসর ইমেরিটাস ড. তপোধীর ভট্টাচার্য।

মেট্টোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন জানান, ১৭ জন শিক্ষার্থী ও ৭ জন শিক্ষক নিয়ে ২০০৩ সালে যাত্রা করে এ বিশ্ববিদ্যালয়। বর্তমানে এখানে ২ হাজার ৬০০ শিক্ষার্থী পড়াশোনা করছেন। রয়েছেন ৭৪ জন পূর্ণকালীন এবং ১৭ জন খণ্ডকালীন শিক্ষক।

সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, এরই মধ্যে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইলেক্ট্রনিক ভোটিং মেশিন, ড্রোন, সাবমেরিনসহ বিভিন্ন উদ্ভাবণী দিয়ে দেশে আলোচিত হয়েছেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী ছাড়াও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষবিদসহ গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সমাবর্তনে ছয় শিক্ষার্থীর হাতে চ্যান্সেলর অ্যাওয়ার্ড তুলে দেন শিক্ষামন্ত্রী। তারা হলেন, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ছাত্রী স্মিতা রায়, তড়িৎ ও টেলিকম প্রকৌশল বিভাগের ছাত্রী আজমিরা জান্নাত, ব্যবসা প্রশাসন অনুষদের দিলরুবা ইয়াসমিন ও মো. আলী হাসান, ইংরেজি বিভাগের সানজিদা আক্তার চৌধুরী সিমু এবং আইন বিভাগের মো. আবু বাকর।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫, আপডেট: ১৪৪৪ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।