ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার নির্দেশে রেলের বগিতে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
খালেদার নির্দেশে রেলের বগিতে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে জামায়াত-শিবিরের কর্মীরা রেলের বগিতে আগুন দিচ্ছে বলে অভিযোগ করেছেন রেলপথ মন্ত্রী মো. মজিবুল হক।

শনিবার সকালে (৩১ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে মুক্তিযোদ্ধা অধ্যাপক মমতাজ বেগমকে বেগম রোকেয়া পদকে ভূষিত করায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।



মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ এ সংবর্ধনার আয়োজন করে। অধ্যাপক মমতাজ বেগম বর্তমানে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

মজিবুল হক বলেন, খালেদা জিয়া সন্ত্রাসী। খালেদার নির্দেশে ছাত্রদল-যুবদল সন্ত্রাস, নাশকতা, জ্বালাও-পোড়াও এবং পুড়িয়ে মানুষ হত্যা করছে। জামায়াত-শিবিরের কর্মীদের নাশকতা, রেলের বগি ও ইঞ্জিনে আগুন দিতে নির্দেশ দিচ্ছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া।

খালেদাকে হুঁশিয়ার করে মন্ত্রী বলেন, আপনি ক্ষমতায় যেতে যতই সন্ত্রাস, নাশকতা, মানুষ হত্যা করেন না কেন বর্তমান সরকার ও মুক্তিযোদ্ধারা আপনাকে রুখে দেবে। বোমা মেরে, জ্বালাও পোড়াও, সন্ত্রাস করে কোনো দল ক্ষমতায় গেছে তার নজির নেই। জনগণ যাকে ভোট দেবে সেই ক্ষমতায় যাবে। আপনি সন্ত্রাস করে ক্ষমতায় যেতে পারবেন না।

‘স্বাধীনতার চেতনায় খালেদার বিশ্বাস নেই’ মন্তব্য করে মজিবুল হক বলেন, খালেদা জিয়া স্বাধীনতাবিরোধী শক্তিকে ডানে বামে রাখেন। এতে জনগণ মনে করে স্বাধীনতায় খালেদার বিশ্বাস নেই।

অধ্যাপক মমতাজ বেগম বলেন, স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে যেভাবে ঘরে ঘরে দূর্গ গড়ে তোলা হয়েছিলো, বর্তমান সন্ত্রাসীদের রুখতে সেভাবে ঘরে ঘরে দূর্গ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের কো-চেয়ারম্যান আবদুস সামাদ পিন্টু, সাংগঠনিক সম্পাদক এসএম শহীদুল্লাহ, যুগ্ম মহাসচিব আহমদ উল্যাহ রতন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।