ঢাকা: রাজধানীর মিরপুরে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে আটজন নিহত এবং বহু শ্রমিক-কর্মচারী আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জামায়াত।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে সংগঠনের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান দলের পক্ষে এ শোক বার্তা জানান।
এতে নিহতদের পরিবার-পরিজন ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা ও তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫