ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে পুলিশকে লক্ষ্য করে ককটেল, দুই শিবিরকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
রাজশাহীতে পুলিশকে লক্ষ্য করে ককটেল, দুই শিবিরকর্মী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীতে হরতালের সমর্থনে মিছিল করাকালে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে শিবির। ককটেলটি বিস্ফোরিত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।



শনিবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে দুই শিবিরকর্মীকে হাতেনাতে আটক করেছে পুলিশ।   

আটকরা হচ্ছেন- রাজশাহীর মোহনপুর উপজেলার সাঁকোয়া গ্রামের ফজলুল হকের ছেলে সাইফুল ইসলাম সেলিম (৩৫) ও নওগাঁ মান্দা থানার মোহাম্মদ শওকতের ছেলে নওশাদ আলী (১৯)।

মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর লোকনাথ স্কুলের সামনে রাজশাহী মহানগর জামায়াত ইসলামির ব্যানারে শিবির কর্মীরা মাফলার দিয়ে মুখ ঢেকে ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছালে শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

এ সময় পুলিশ রাবার বুলেট ছোড়লে আশপাশের বিভিন্ন গলিপথ দিয়ে পালিয়ে যেতে থাকে শিবির মিছিলকারীরা। পরে পুলিশ তাদের পিছু নেয় এবং ধাওয়া করে দুই শিবির কর্মীকে হাতেনাতে আটক করে। তাদের বর্তমানে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

এদিকে হরতালের কারণে মহানগরীর বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। তবে হালকা যানবাহন চলাচল করছে। দুপুরের পর মহাসড়কে ট্রাক ও অল্প সংখ্যক যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা গেছে। এছাড়া রাজশাহী রেল স্টেশন থেকে ঢাকাসহ বিভিন্ন রুটের ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে।

মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়া মহাসড়কে অব্যাহত আছে তাদের টহল। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মহানগর পুলিশের মুখপাত্র গোয়েন্দা শাখার সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, শুক্রবার (৩০ জানুয়ারি) দিনগত রাতে পুলিশ বিএনপি ও জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মীকে বিভিন্ন নাশকতার মামলায় গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।