কুষ্টিয়া: সরকার শান্তিপূর্ণ পরিবেশেই এসএসসি পরীক্ষা সম্পন্ন করার ব্যবস্থা করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ (এমপি)।
শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, খালেদা জিয়া নৃশংস কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছেন যে দেশ ও জনগণ তার কাছে কিছুই নয়।
তিনি বলেন, রাষ্ট্র ক্ষমতা দখল করা ও নিজের দূর্নীতিবাজ পুত্রকে রক্ষা করাই তার মূল লক্ষ্য। এতে দেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাক, তাতে তার কিছু যায় আসে না। তার এই কর্মকাণ্ড দেশবাসীর কাছে উন্মোচিত হয়েছে। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত এসব নিরসনে যা যা করা দরকার করবে।
এসএসসি পরীক্ষার মধ্যে হরতাল-অবরোধের ব্যাপারে হানিফ বলেন, এসএসসি পরীক্ষার সময় পেট্রোল বোমা হামলার মতো নাশকতামূলক কর্মসূচি প্রত্যাহার করার জন্য আমরা বার বার অনুরোধ করেছি। অবরোধের নাম করে মানুষ পোড়ানো ও গাড়িতে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি বন্ধ করতে বলেছিলাম। কিন্তু বিএনপি সেটা করেনি। আমরা এখনও আশা করি, বিএনপি শেষ মুহূর্তে হলেও পরীক্ষার সময় এই কর্মসূচি প্রত্যাহার করবে।
মাহবুব-উল-আলম হানিফ আরো বলেন, বিএনপি তাদের কর্মসূচি প্রত্যাহার না করলেও সরকার এই পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব রকম ব্যবস্থা করবে।
এসময় বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের ব্যাপারে হানিফ বলেন, কোনো রাজনৈতিক দলের নেতাকে গ্রেপ্তার করা হচ্ছে না। যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, যাদের বিরুদ্ধে গাড়িতে আগুন দেওয়া ও মানুষকে পুড়িয়ে হত্যা করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে। এরা রাজনৈতিক ছদ্মাবরণে সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫