ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বাড্ডা থানায় নিয়ে যাওয়া হচ্ছে রিজভীকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
বাড্ডা থানায় নিয়ে যাওয়া হচ্ছে রিজভীকে রুহুল কবির রিজভী আহমেদ

ঢাকা: বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে রাজধানীর বাড্ডা থানায় নিয়ে যাওয়া হচ্ছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে গ্রেফতারের পর তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ (র‌্যাব) এর কার্যালয়ে ছিলেন।

সেখান থেকেই তাকে বাড্ডা থানায় নিয়ে যাওয়া হচ্ছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, র‌্যাব কার্যালয়ের আনুষ্ঠানিকতা শেষে তাকে বাড্ডা থানায় নিয়ে আসা হচ্ছে।

** রিজভী গ্রেফতার

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।