রাজশাহী: রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি হসরত মোহিনীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে মহানগরীর রাজপাড়া থানার কাজিহাটা এলাকায় বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা শাখা পুলিশের সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম বাংলানিউজকে জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে মহানগর বিএনপির সহ-সভাপতি হসরত মোহানীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের একটি টিম। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।
হসরত মোহানী গত ১৯ জানুয়ারি গভীর রাতে মহানগরীর ভদ্রা এলাকায় যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। বর্তমানে ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পরে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫