ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ছয়দিনের রিমান্ডে ওয়ারী থানা বিএনপির সভাপতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
ছয়দিনের রিমান্ডে ওয়ারী থানা বিএনপির সভাপতি

ঢাকা: ঢাকা মহানগরীর ওয়ারী থানা বিএনপির সভাপতি ও ৭৫নং ওয়ার্ডের সাবেক কমিশনার মোজাম্মেল হক মুক্তার ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ওয়ারী থানায় দায়ের করা বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইন এবং গাড়ি পোড়ানোর দুই মামলায় তিনদিন করে এ রিমান্ড মঞ্জুর করা হয়েছে।



শনিবার (৩১ জানুয়ারি) মোজাম্মেল হক মুক্তাকে সিএমএম আদালতে হাজির করে সাতদিন করে মোট ১৪ দিন রিমান্ডে নেওয়ার আবেদন জানান মামলা দু’টির তদন্তকারী কর্মকর্তা ওয়ারী থানার এসআই শাহ আলম। শুনানি শেষে তিনদিন করে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মারুফ হোসেনের আদালত।

শুক্রবার (৩০ জানুয়ারি) ঢাকা-আদমজী রোড রুটে কোমল মিনিবাস সার্ভিসের একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় মামলা দু’টি দায়ের করা হয়।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় গোপীবাগ এলাকায় অভিযান চালিয়ে বিএনপি নেতা মোজাম্মেল হক মুক্তাকে গ্রেফতার করে ওয়ারী থানা পুলিশ।
 
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।